অর্থনীতি

পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানোর বিষয় বিবেচনায় রয়েছে: অর্থমন্ত্রী

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারত পেঁয়াজ রপ্তানির বন্ধের খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে, এর পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এনবিআরকে চিঠি দিয়েছে পেঁয়াজের ওপর আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর জন্য। 

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব বাড়ানোর কারণে যদি দাম বাড়ে সেজন্য অর্থমন্ত্রণালয় দায়ী। আর বাকি অংশ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে দেখাশোনা করছে। আগেও সমস্যা হয়েছিল, পড়ে তা সমাধান হয়েছে। 

এডিবির জিডিপি বিষয়ে পূর্বাভাস নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এডিবিতো সারা বছরই কাজ করে। আর আমরা করি বছরে একবার। তারা বছরে একাধিকবার করে। তারা আমাদের সম্পর্কে ভালোই বলেছে।