অর্থনীতি

দুই বিদ্যুৎ কোম্পানি অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার

দুটি বিদ্যুৎ কোম্পানি অধিগ্রহণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চট্টগ্রামের ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডের ৯৯ শতাংশ এবং জামালপুরের ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার।

ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড হেভি ফুয়েল ওয়েল চালিত ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার প্লান্টটি হেভি ফুয়েল ওয়েল চালিত ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।

৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রকৃত সম্পদ মূল্যে গত ১ জুলাই থেকে কোম্পানি দুটি অধিগ্রহণ কার্যকর হবে।

অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য ইউনাইটেড পাওয়ারের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৮ অক্টোবর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।