অর্থনীতি

এনআরবি ইক্যুইটিকে ১০ লাখ টাকা জরিমানা

এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বেশ কয়েকটি সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এ জরিমানা করে কমিশন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির ৭৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরিমানার অর্থ চিঠি পাঠানোর ৩০ দিনের মধ্যে কোম্পানিকে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ জমা দিতে ব্যর্থ হলে সনদ বাতিল বা স্থগিত করাসহ আইনগত ব্যবস্থা নেবে কমিশন। 

জানা গেছে, এনআরবি ইক্যুইটির গ্রাহক মো. সবুজ হাওলাদার কমিশনে অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের এসআরআই বিভাগ তদন্ত করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কিছু সিকিউরিটিজ আইন ভঙ্গের প্রমাণ পায়।