অর্থনীতি

পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানালো প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ

প্রাইম ব্যাংক লিমিটেডের জয়দেবপুর চৌরাস্তা শাখায় বোমাতঙ্কের ঘটনায় সাহসী ভূমিকার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।  

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ২০ মিনিটে আবু বকর নামের এক ব্যক্তি শাখা ব্যবস্থাপকের রুমে গিয়ে বোমা বিস্ফোরণের হুমকি দেয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোল্লা ফরিদ আহমেদ দুষ্কৃতিকারীকে অনভিপ্রেত কিছু করার সুযোগ না দিয়ে দ্রুত বিষয়টি শাখার সবাইকে জানান। তিনি শাখার গেট বন্ধ করে তাৎক্ষণিক স্থানীয় পুলিশকে ফোন করেন।  

পুলিশ সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

পুলিশের সূত্রমতে, আবু বকরের গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ থানার বিশারীঘাটা এলাকায়। তিনি বসবাস করতেন গাজীপুরের বোর্ডবাজারের বটতলা এলাকায়। পুলিশ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনাটি তদন্ত করছে। 

প্রাইম ব্যাংক ঘটনার তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবে। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাইম ব্যাংক দেশের সব শাখায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।