অর্থনীতি

করোনায় সিএসইর সাবেক এমডির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মসলিন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ওয়ালিউল মারুফ মতিন মারা গেছেন। 

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান।

পরে এক শোকবার্তায় রকিবুর রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জানা গেছে, চলতি মাসের শুরুতে ওয়ালিউল মারুফ মতিন করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। পরে চিকিৎসকের নিয়মিত পরামর্শ নিয়ে বাসায়ই থাকতেন তিনি। হঠাৎ শারীরিক সমস্যা দেখা দিলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোরে ইন্তেকাল করেন তিনি।