অর্থনীতি

পদত্যাগ করেছেন ন্যাশনাল টি’র ব্যবস্থাপনা পরিচালক

পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থপনা পরিচালক (এমডি) এম আব্দুল আওয়াল পদত্যাগ করেছেন। বুধবার (২৮ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় তিনি এ পদত্যাগপত্র দাখিল করেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০১৯-২০২০ হিসাব বছরে দ্বিতীয় প্রান্তিক থেকেই কোম্পানির লোকসানের পরিমাণ বেড়েছে। আর ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৫৫.৭১ টাকা। এরপরও পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির লোকসানের চাপ নিতে না পেরেই এম আব্দুল আওয়াল ব্যবস্থপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বলে সূত্রে জানা গেছে।

তবে তিনি পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। আর কোম্পানিটির পরিচালনা পর্ষদও তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, ন্যাশনাল টি কোম্পানির দশম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৬ সালের ৭ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন আব্দুল আওয়াল।

দেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে ন্যাশনাল টি কোম্পানি। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীন ১৩ বাগানের মধ্যে ১২টির কার্যক্রম পরিচালিত হচ্ছে।