অর্থনীতি

ম্যারিকোর ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি কর্তৃপক্ষ এ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৫.০৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২১.২৪ টাকা।

বছরের ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর,২০) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৬.৬৭ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৪৮.২০ টাকা।

৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০.৫৭ টাকা। আগের বছর একই সময় এনএভি ছিল ৪৪.০৫ টাকা।