অর্থনীতি

প্রবৃদ্ধির ২১ বছরে প্রিমিয়ার ব্যাংক 

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবৃদ্ধির ২১ বছর উদযাপন করলো দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। 

ব্যাংকের কার্যালয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এইচ.বি.এম. ইকবাল। 

প্রবৃদ্ধির ২১ বছরের এই পথচলায় প্রিমিয়ার ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক খাত এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দেশের জনমানুষের আস্থাও অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ.বি.এম. ইকবাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এইচ.বি.এম. ইকবাল বলেন, ‘শুরুটা হয়েছিলো সেই ১৯৯৯ সালে। তারপর থেকে আমরা মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি। আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সমৃদ্ধিময় উন্নয়নে আমাদের গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সাহায্য, নির্দেশনা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।’

প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্য তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম পরিচালনা পর্ষদ এবং ব্যাংকের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সমৃদ্ধির এই পথচলা অব্যাহত থাকবে।’