অর্থনীতি

বদলির এক বছর পরও কর্মস্থলে যোগ দেননি ব‌্যাংকের ৯ জিএম

রাষ্ট্রপতির আদেশে জারি করা বদলির প্রজ্ঞাপন উপেক্ষা করে প্রায় এক বছর ধরে স্বপদে কাজ করছেন রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকের ৯ জন মহাব্যবস্থাপক (জিএম)। এখন অর্থ মন্ত্রণালয়ের ব‌্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের টনক নড়েছে। বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, জনতা, রূপালী, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ৯ মহাব্যবস্থাপককে বদলি করে ২০১৯ সালের ৯ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত আদেশে রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৯ মহাব্যবস্থাপককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়।

বদলির আদেশ হওয়ার পরও যারা নতুন কর্মস্থলে যোগ দেননি তারা হলেন—জনতা ব্যংকের মাসফিউল বারী, তাকে বদলি করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমান, তাকে কর্মসংস্থান ব্যাংকে বদলি করা হয়েছে। রূপালী ব্যাংকের মো. আব্দুর রহিম, তাকে কৃষি ব্যাংকে বদলি করা হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মো. কামিল বুরহান ফিরদৌস, তাকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে বদলি করা হয়েছে। রূপালী ব্যাংকের মো. শওকত আলী খান, তাকে কৃষি ব্যাংকে বদলি করা হয়েছে। অগ্রণী ব্যাংকের মো. মনিরুল ইসলাম, তাকে বদলি করা হয়েছে আনসার-ভিডিপি ব্যাংকে। জনতা ব্যাংকের মো. হাবিবুর রহমান গাজী, তাকে বদলি করা হয়েছে কৃষি ব্যাংকে। জনতা ব্যাংকের মো. মাহবুবুর রহমান, তাকে বদলি করা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে এবং রূপালী ব্যাংকের মো. গোলাম মরতুজা, তাকে কৃষি ব‌্যাংকে বদলি করা হয়েছে।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘প্রজ্ঞাপন জারির পরপরই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা আছে। জনস্বার্থে রাষ্ট্রপতির নির্দেশে তাদের বদলির আদেশ জারি হয়েছে। কিন্তু তারা কেন এখনও যোগ দেননি, সে বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অবহিত নয়। বিষয়টি জানার পর তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে আবারও নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

সর্বশেষ গত ১১ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহকারী সচিব মো.মহিন উদ্দিন স্বাক্ষরিত আগের বদলির আদেশের স্মারকমূলে নতুন একটি আদেশে জারি হয়েছে। এতে বলা হয়েছে, ‘রাষ্ট্র মালিকানাধীন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত মহাব্যবস্থাপকদের প্রেষণে বদলিপূর্বক তাদের নামের পাশে বর্ণিত প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। কিন্তু অদ্যাবধি মহাব্যবস্থাপকগণ বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি। এ অবস্থায় উক্ত প্রজ্ঞাপনে উল্লেখিত মহাব্যবস্থাপকগণকে অবিলম্বে বদলিকৃত কর্মস্থানে যোগ দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নাম প্রকাশে অনিচ্ছুক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আরেক কর্মকর্তা বলেন, ‘মহাব্যবস্থাপকদের নিয়োগ, বদলি এবং পদচ্যুতি রাষ্ট্রপতির আদেশক্রমে হয়ে থাকে। তারা বদলির আদেশ অমান্য করে প্রায় এক বছর ধরে আগের কর্মস্থলেই বহাল রয়েছেন। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি দেখা হচ্ছে। তারা কী কারণে বদলিকৃত স্থানে যোগ দেননি, তা যাচাই করা হবে।’