অর্থনীতি

দর পতনের তালিকায় অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর পতন হয়েছে। ফলে আলোচ্য সপ্তাহে ডিএসইর দর কমার শীর্ষ দশের তালিকায় স্থান দখল করে নিয়েছে মিউচ্যুয়াল  ফান্ড।

শনিবার (২১ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে দর কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ২২ দশমিক ৬৬ শতাংশ। এ সময় ফান্ডটি ১৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। ফান্ডটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির দর কমেছে ২১ দশমিক ০৯ শতাংশ। আলোচ্য সময়ে ফান্ডটির ১৩ কোটি ৮২ লাখ ৪৩ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। যার দৈনিক গড় লেনদেন হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা।

এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড দর কমার তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে। গত সপ্তাহে ফান্ডের ইউনিট দর কমেছে ২০ দশমিক ৪৯ শতাংশ। আলোচ্য সময়ে ফান্ডটির ২৯ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। যার দৈনিক গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার টাকা।

দর কমার তালিকায় থাকা অন্য ফান্ড ও কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এস এস স্টিল, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।