অর্থনীতি

লেনদেনে সেরা বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির ২৯৪ কোটি ৮ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে বেক্সিমকো ফার্মার ২ কোটি ৬ লাখ ৮ হাজার ৫৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৫০ লাখ ৫৭ হাজার ৭৬১টি শেয়ার ১০৪ কোটি ৬৬ লাখ ৩২ হাজার টাকায় লেনদেন হয়েছে। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড লেনদেনের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। কোম্পানিটির ৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার শেয়ার ৭৭ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে, গ্রামীণ ওয়ান: স্কিম টু, ব্রাক ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।