অর্থনীতি

গাইবান্ধায় এনআরবিসি ব্যাংকের ৮০তম শাখা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে শুরু করেছে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সে ব্যাংকের এ শাখার কার্যক্রম উদ্বোধন করেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।  অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান।

ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক সবসময় পাশে থাকবে।  কৃষিনির্ভর এই জেলার কৃষিশিল্প বিকাশেও ব্যাংক কাজ করবে। 

চেয়ারম্যান বলেন, ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে- ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএর ফি আদায়, রেমিট্যান্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা ও ইন্টারনেট ব্যাংকিং সেবা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও হারুনুর রশিদ, শাখা ব্যবস্থাপক মো. মাহমুদ আল হুমাইদ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।