অর্থনীতি

সবচেয়ে বেশি দর বেড়েছে আইপিডিসির

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ জানুয়ারি) সর্বোচ্চ বেড়েছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের দর। এ দিন দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আগের কার্যদিবসের চেয়ে আইপিডিসি শেয়ার দর ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানির মোট ২৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে ফান্ডটির দর ১০ শতাংশ বেড়েছে। সর্বশেষ প্রতি ইউনিট ৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

রবি আজিয়াটা দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, মাইডাস ফাইন্যান্সিং, সিএপিএম আইবিবিএল ম্যানেজমেন্ট ফান্ড এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।