অর্থনীতি

৩ কোম্পানির শেয়ারে বিক্রেতা শূন্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার বিক্রি করার কোনো বিনিয়োগকারী নেই। 

সোমবার (১১ জানুয়ারি) ডিএসইতে লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে সার্কিট ব্রেকারের মূল্য স্পর্শ করছে। ফলে কোম্পানিগুলোর শেয়ারে বিক্রেতা শূন্য হয়ে পড়ে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ও রবি আজিয়াটা লিমিটেড।

তথ্য মতে, ডিএসইতে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলাকালে অলটেক্সের ২ লাখ ১৩ হাজার ৬৮৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।

একই সময়ে বেক্সিমকোর ১৩ লাখ ৩৮ হাজার ৫৮৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭২.৬০ টাকা দরে লেনদেন হয়।

একই সময়ে রবির আজিয়টার ২ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ২৮৭টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।