অর্থনীতি

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১১ জানুয়ারি) বেক্সিমকোর শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বেক্সিমকোর শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানির শেয়ার সর্বশেষ বেচাকেনা হয়েছে ৭২ টাকা ৬০ পয়সায়। বেক্সিমকোর মোট ১৬৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে রবি আজিয়াটা। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে। রবির মোট ১৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে আছে বিএসআরএম লিমিটেড। কোম্পানির শেয়ার সর্বশেষ ৭০ টাকা ৯০ পয়সা বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১৩ কোটি ৮৬ লাখ টাকা লেনদেন হয়েছে।

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে—পাওয়ার গ্রিড, শাইনপুকুর সিরামিক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, অ্যাপোলো ইস্পাত, প্রভাতী ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।