অর্থনীতি

দর বৃদ্ধির শীর্ষে এআইবিএল মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৩ জানুয়ারি) দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট সর্বশেষ ১০ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং। এ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে  ৮ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে এবং শেয়ার সর্বশেষ ৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২২ শতাংশ বেড়েছে। কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১১৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ইউনিলিভার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এমজেএল বিডি , সিএসপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, রেকিট বেনকিজার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং এনভয় টেক্সটাইল লিমিটেড।