অর্থনীতি

২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার মঙ্গলবার (১৯ জানুয়ারি) থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে। রেকর্ড ডেটের পূর্বে কোম্পানি দু’টির স্পট মার্কেটে লেনদেন করবে।

কোম্পানি দুইটি হলো, লংকাবাংলা ফাইন্যান্স ও মেঘনা পেট্রোলিয়াম।

সোমবার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, লংকাবাংলা ফাইন্যান্স ও মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার ১৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে। আর স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে ২১ জানুয়ারি কোম্পানি দু’টির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকার পর আগামী ২৪ জানুয়ারি থেকে আবার কোম্পানি দু’টির শেয়ার লেনদেন শুরু হবে।