অর্থনীতি

সাভার রিফ্রাক্টরিজের শেয়ারের দর পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৮ জানুয়ারি) দর পতনের তালিকার শীর্ষে অবস্থান করছে সাভার রিফ্রাক্টরিজ।

ডিএসই সূত্রে জানা গেছে, সাভার রিফ্রাক্টরিজের শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭১ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ডিএসইতে দর পতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্টিজ।কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে কমেছে ৯ দশমিক ৩৪ শতাংশ। সর্বশেষ কোম্পানির শেয়ার ৯ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে।

রবি আজিয়াটা দর পতনের তালিকায় তৃতীয় অবস্থানে আছে। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে কমেছে ৯ দশমিক ৩০ শতাংশ। সর্বশেষ কোম্পানির শেয়ার ৫৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দরপতনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফাইন্যান্স, সিটি ব্যাংক, মেঘনা পিইটি, ফাস ফাইন্যান্স ও জিবিবি পাওয়ার।