অর্থনীতি

লেনদেন সেরা রবি আজিয়াটা

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন পরিস্থিতি কিছুটা নেতিবাচক ছিল। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থানে অবস্থান করছে রবি আজিয়াটা লিমিটেড।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে রবি আজিয়াটার ৯৪১ কোটি ৪৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৮৩৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সামিট পাওয়ার লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪৫১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।