অর্থনীতি

সর্বোচ্চ দর বেড়েছে বিএটিবিসির

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেশ দরপতন হয়েছে।  আর এদিন সর্বোচ্চ দর বেড়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ারের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  সূত্র জানায়, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ার আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১ হাজার ৫০৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।  কোম্পানির মোট ৩৫ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ড্যাফোডিল কম্পিউটার্স। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।  কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।  কোম্পানির মোট ১৯ লাখ টাকা লেনদেন হয়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্স দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।  কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।  কোম্পানির মোট ৯ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, প্রাইমটেক্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, অগ্নি সিস্টেমস, এসএস স্টিল এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।