অর্থনীতি

রিংসাইন টেক্সটাইলে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

শেয়ারবাজারের বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিংসাইন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

তথ্য মতে, রিংসাইন টেক্সটাইলে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, পুলিশের অতিরিক্ত আইজিপি মেজবাহ উদ্দিন (পিআরএল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ল্যাদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের অধ্যাপক ড. মোহাম্মদ সগির হোসাইন খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মো. ফোরোজ আলী, পাওয়ার গ্রিডের স্বতন্ত্র পরিচালক ইসতাক আহমেদ শিমুল এবং অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের সাবেক মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

এ সাত জন স্বতন্ত্র পরিচালকের মধ্যে কোম্পানিটির চেয়ারম্যেন হিসেবে দায়িত্ব পালন করবেন মেজবাহ উদ্দিন।

এর আগে কোম্পানির আর্থিক অবস্থা খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষক নিয়োগ দেয় বিএসইসি। দেশের অন্যতম নিরীক্ষক প্রতিষ্ঠান হুদাভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়। কোম্পানির বন্ধের কারণ, লোকসানের কারণ, ব্যবস্থপনার অবস্থা অনুসন্ধান করতে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেওয়া হয়েছিলো।

২০২০ সালের ২৭ সেপ্টেম্বর থেকে করোনার কারণে কাঁচামাল ও রপ্তানি আদেশের সংকটে সাময়িকভাবে লে-অফ বা বন্ধ ঘোষণা করে কোম্পানিটি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে রিংসাইন।