অর্থনীতি

মার্জিন ঋণের সর্বোচ্চ সুদ ১২ শতাংশ জুন থেকে কার্যকর  

পুঁজিবাজারে মার্জিন ঋণের সর্বোচ্চ সুদ ১২ শতাংশ আগামী জুন থেকে কার্যকর করা হবে। আলোচ্য সময়ের মধ্যে মার্জিন ঋণ সমন্বয় করার জন্য সময় পেলো স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক (পোর্ট ফোলিও ম্যানেজার)।

বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) শীর্ষ ৩০ ব্রোকারের সঙ্গে আলোচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

এর আগে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে মার্জিন ঋণের সুদ হার সর্বোচ্চ ১২ শতাংশে নামিয়ে আনার জন্য সময় বেধে দিয়েছিল বিএসইসি। তবে মার্জিন ঋণের সুদ হার ১২ শতাংশ কার্যকর করার জন্য সময় দাবি করেন ব্রোকাররা। এর কারণ হিসেবে ঋণের সফটওয়্যার আপডেট করা, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়াসহ কয়েকটি বিষয় কমিশনের কাছে তুলে ধরা হয়। কমিশন ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩০ জুনের মধ্যে মার্জিন ঋণের সুদ হার ১২ শতাংশে নামিয়ে আনার বিষয়টি সমন্বয় করতে বলে।