অর্থনীতি

দুবাইয়ে ‘রোড শো’ নিয়ে বিএসইসির সংবাদ সম্মেলন মঙ্গলবার

প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করার লক্ষ্যে ধারাবাহিক রোড শো’র করার পরিকল্পনা হাতে নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে প্রথম ‘রোড শো’ আয়োজন করা হয়েছে। আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী এ ‘রোড শো’ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএসইসি। এ দিন বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ের মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলন হবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে রাইজিংবিডিকে এ বিষয়টি নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে প্রথম ‘রোড শো’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করবে বিএসইসি। ‘রোড শো’ এর উদ্দেশ্য ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের বিস্তারিত জানানো হবে।