অর্থনীতি

পুনর্গঠন হচ্ছে ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ

শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি দুর্বল কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

কোম্পানিগুলো হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, এমারেল্ড অয়েল, সিঅ্যান্ডএ টেক্সটাইল ও ফ্যামিলি টেক্স। শিগগিরই কোম্পানি ৪টির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে যাচ্ছে কমিশন। ইতোমধ্যে দুটি কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার ফলে ভালো ফল পেয়েছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে রিং সাইন পুনর্গঠন করার পর ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে আলহাজ্ব টেক্সটাইলের পর্ষদ পুনর্গঠন করার পর বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। একইসঙ্গে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্য কাজ করছে নতুন পুনর্গঠিত প্রতিষ্ঠানগুলো। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ৪টি কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করবে বিএসইসি।

এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো করার চেষ্টা করছে কমিশন। ধারাবাহিক কাজের অংশ হিসেবে দুর্বল কোম্পানিগুলোকে সবল করার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো কোম্পানিগুলোর পর্ষদ পুনর্গঠন করে বন্ধ থাকা কোম্পানির কার্যক্রম শুরু করা।

নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অনেক উদ্যোগ নিয়েছে বিএসইসি। এর মধ্যে বিএসইসির ৭৩৫তম সভায় জেড ক্যাটাগরি কোম্পানির পর্ষদ পুনর্গঠন করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।