অর্থনীতি

সর্বোচ্চ দর কমেছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৪ ফেব্রুয়ারি) সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে। এদিন ডিএসইতে সর্বোচ্চ দর কমেছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ৯৩ শতাংশ কমেছে। সর্বশেষ প্রতি ইউনিট ৭ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ডিএসইতে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলিভার। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ২৮ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩ হাজার ২৩০ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ফারইস্ট ফাইন্যান্স দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আল আরাফাহ ইসলামী ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং রূপালী ব্যাংক লিমিটেড।