অর্থনীতি

জরিমানার কবলে তিন সিকিউরিটিজ হাউজ

জরিমানার কবলে পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য তিন সিকিউরিটিজ হাউজ।

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে তাদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিএসইসির ৭৬৩তম কমিশন সভায় সিকিউরিটিজ হাউজগুলোকে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

যেসব সিকিউরিটিজ হাউজ আইন লঙ্ঘনের দায়ে জরিমানার কবলে পড়েছে সেগুলো হচ্ছে- নেক্সাস সিকিউরিটিজ (ডিএসইর ট্রেক নম্বর ২১৮), এমটিবি সিকিউরিটিজ (ডিএসইর ট্রেক নম্বর ১৯৭) ও ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড (সিএসইর ট্রেক নম্বর ১২২) ।

বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে নেক্সাস সিকিউরিটিজকে ২ লাখ এবং এমটিবি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ফার্স্ট লিড সিকিউরিটিজের বিরুদ্ধে সিরাজুল হক, নাসিমা বেগম, ড. এম এ আহাদ ও আয়েশা তাসনিম ইশিতার অভিযোগের ভিত্তিতে সিকিউরিটিজ আইন ভঙ্গের প্রমাণ পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।