অর্থনীতি

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে পূবালী ব্যাংক

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০১৪ সালের ঝুঁকিভিত্তিক মূলধন আধিপত্য সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনসের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের বাসেল-২-এর সম্মতিতে অতিরিক্ত টায়ার-১ (এটি -১) মূলধন শর্ত পরিপালনে এই বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।

পূবালী ব্যাংক শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।