অর্থনীতি

সেরা দায়িত্বশীল ভ্যাট সংগ্রহকারী স্টার কাবাবের ধানমন্ডি শাখা

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেরা দায়িত্বশীল ভ্যাট সংগ্রহকারী নির্বাচিত হয়েছে স্টার কাবাব রেস্তোরাঁর ধানমন্ডি শাখা। এর স্বীকৃতি হিসেবে স্টার কাবাবের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর আখতার উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এভাবে প্রতি মাসে সেরা দায়িত্বশীল ভ্যাট সংগ্রহকারী নির্বাচন করা হবে বলে জানিয়েছে এনবিআর।

শুক্রবার (৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্যু করা চালানের ওপর লটারি হয়। এর আগে সেরা দায়িত্বশীল ভ্যাট সংগ্রহকারীর নাম ঘোষণা করা হয় এবং সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, ‘ভ‌্যাট দেওয়ার ক্ষেত্রে ক্রেতাদের উৎসাহ যোগাতে স্টার কাবাব ইএফডি মেশিন থেকে সবচেয়ে বেশি ভ্যাট চালান ইস্যু করেছে। তার স্বীকৃতি হিসেবে এবং অন্যদের উৎসাহিত করতে এনবিআর এ সম্মাননা দিয়েছে। আশা করছি, এর মাধ্যমে রাজস্ব আদায় ও স্বচ্ছতা বাড়বে।’

স্টার কাবাবের এমডি মীর আখতার উদ্দিন বলেন, ‘এনবিআরের স্বীকৃতি পেয়ে স্টার কাবাব পরিবার আনন্দিত। রাজস্ব আদায়ে সহায়তা করতে পেরেছি বলেই পুরস্কৃত হয়েছি। এ স্বীকৃতি আমাদের রাজস্ব আদায়ে আরও দায়বদ্ধ করেছে।’