অর্থনীতি

সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ই-জেনারেশন

দেশের প্রধন শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম বেড়েছে ই-জেনারেশনের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকার প্রথম স্থানে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস ই-জেনারেশনের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৪.৭০ টাকায়। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৯.৪০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৪.৭০ টাকা।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৮.৬৮ শতাংশ, জিকিউ বলপেনের ১৮.৩৬ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৬.০৮ শতাংশ, বিকন ফার্মার ১৬.০৬ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১২.৭৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ১১.২৮ শতাংশ, ফাইন ফুডসের ১১.২৪ শতাংশ, তাকাফুল ফুড অ্যান্ড এগ্রোর ১০.৬২ শতাংশ এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম ১০.৫৯ শতাংশ বেড়েছে।