অর্থনীতি

স্পট মার্কেটে লেনদেন হ‌চ্ছে বেক্সিমকো

শেয়ারবাজারে বি‌বিধ খা‌তে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর শেয়ারের লেন‌দেন রোববার (৭ মার্চ) স্পট মার্কেটে শুরু হ‌য়ে‌ছে।

ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য ম‌তে, বেক্সিমকোর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠান হবে। এ কারণে কোম্পানিটির শেয়ার রোববার স্পট লেনদেন হচ্ছে।

কোম্পানিটির ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার (৮ মার্চ)।