অর্থনীতি

‘ক্যাবল অপারেটর রাজস্ব ফাঁকি দিচ্ছে ২৫২০ কোটি টাকা’

দেশে টিভি চ্যানেলের ৪ কোটি সাবস্ক্রাইবার থেকে সরকার বছরে ২ হাজার ৫২০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। বুধবার (২৪ মার্চ) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২১-২০২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে অ্যাটকোর সিনিয়র সহ-সভাপতি ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এই দাবি করেন।

মোজাম্মেল বাবু বলেন,‘ডিজিটাল ডিস্ট্রিবিউশনের জন্য সরকার ক্যাবল অপারেটরদের বারবার তাগিদ দিলেও তারা দেশি-বিদেশি চ্যানেলের ডিজিটাল বিতরণের ক্ষেত্রে কোনো লগইন প্রযুক্তি-সমাধান এখনো খুঁজে পাচ্ছেন না। ফলে দেশি-বিদেশি চ্যানেলগুলো কনটেন্টের বিনিময়ে সাবক্রিপশন ফি যেমন আদায় করতে পারছে না, তেমনি সরকার ৪ কোটি গ্রহকের কাছ থেকে বছরে অন্তত ২ হাজার ৫২০ কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) কর হারাচ্ছে।’

 জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘ক্যাবল অপারেটরদের বিষয়ে যে কথা বলা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বিজ্ঞাপনের পাচার হওয়ার বিষয়েও বলা হয়েছে। এ জন্য তথ্য ও আইসিটি মন্ত্রণালয় একযোগ একটি মাধ্যম ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে।’

নিউজ পেপার আমদানি শুল্ক কমানোর প্রস্তাবের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড শুধু রাজস্ব সংগ্রহের কাজ করে না। এই প্রতিষ্ঠান রাজস্বের পাশাপাশি দেশি শিল্প সুরক্ষায়ও কাজ করছে।  দেশে বর্তমানে টাকা তৈরির কাগজ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে। কিন্তু পত্রিকার কাগজ উৎপাদন কেন হচ্ছে না, তা তদন্ত করে দেখা হবে।’ তিনি বলেন, ‘যদি দেখা যায়, আমাদের পত্রিকা শিল্প সম্পূর্ণভাবে কাগজ আমদানি-নির্ভর, তাহলে সুবিধা দেওয়া যেতে পারে।’

সভায় নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর পক্ষ থেকে অংশ নেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন, সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিক প্রমুখ।