অর্থনীতি

লেনদেনে বেক্সিমকো সেরা

পুঁজিবাজার ইতিবাচক বা নেতিবাচক যে অবস্থা বিরাজ করে তাতে লেনদেনের শীর্ষ স্থানটি বেক্সিমকো লিমিটেডের দখলেই থাকছে। গত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।

সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে বেক্সিমকোর ৩৫৭ কোটি ৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানির শেয়ার সর্বশেষ টাকায় বেচাকেনা হয়েছে।

একই গ্রুপের বেক্সিমকো ফার্মা লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির ২০৩ কোটি ৩১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের বেক্সিমকো ফার্মার দখলে ৬ দশমিক ৭৬ শতাংশ।

রবি আজিয়াটা ডিএসইতে লেনদেনে তৃতীয় অবস্থানে আছে। কোম্পানিটির ১৬০ কোটি ৩৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৩৩ শতাংশ কোম্পানিটির দখলে ছিল।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড।