অর্থনীতি

এজিএমে কমলো আইডিএলসি’র লভ্যাংশ

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কমেছে নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের পূর্ব ঘোষিত লভ্যাংশ। কোম্পানিটির লভ্যাংশ পূর্বে ৩৫ শতাংশ ঘোষণা করলেও বুধবার (৩১ মার্চ) এজিএমে ২০ শতাংশ (১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস) অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার পরিপালন করতে এমনটি করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা নির্ধারণ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে। এক্ষেত্রে যে সকল আর্থিক প্রতিষ্ঠান ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে শুধুমাত্র তারাই বাকি ১৫ শতাংশ বোনাস দিতে পারবে।

আর এ কারণে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য পূর্ব ঘোষিত ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ শেষ পর্যন্ত ২০ শতাংশ অনুমোদন করা হয়েছে।