অর্থনীতি

অন্তবর্তী লভ্যাংশ পাঠিয়েছে ডেল্টা স্পিনার্স

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা স্পিনার্সের সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

রোববার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডেল্টা স্পিনার্সে গত তিন বছরের অর্থাৎ ২০১৮, ২০১৯ ও ২০২০ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ পাঠিয়েছে। কোম্পনিটির ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, ডেল্টা স্পিনার্স আলোচ্য ৩ বছরের জন্য ১ শতাংশ করে মোট ৩ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে।