অর্থনীতি

মোজাফফর হোসাইনের রোটর ইউনিটে উৎপাদন শুরু

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের বন্ধ থাকা রোটর ইউনিটের ৫০ শতাংশের কাজ চালু হয়েছে। 

বুধবার (৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে রোটর ইউনিটের বন্ধ থাকা ৫০ শতাংশ উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি রিং ইউনিটের ৩৬ হাজার স্পিনডেলস সম্প্রসারণের জন্য রোটর ইউনিটে উৎপাদন শুরু করেছে। প্রতিদিন রোটর ইউনিটের মোট ধারণ ক্ষমতা রয়েছে ১৬ হাজার কেজি।