অর্থনীতি

২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড তারিখের আগে কোম্পানি দু’টি স্পট মার্কেটে লেনদেন করবে।

বুধবার (৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে— ফার্স্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার ব্যাংক।

তথ্য মতে, কোম্পানি দু’টির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে রোববার (১২ এপ্রিল)। আর কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে সোমবার (১৩ এপ্রিল)। ওই দিন রেকর্ড তারিখের কারণে কোম্পানি দু’টির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।