অর্থনীতি

ট্রেক ইস্যুর আবেদনের সময় বাড়ালো সিএসই

ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যুর আবেদনের সময় বাড়ালো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ।

সোমবার (১২ এপ্রিল) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ মে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত ট্রেকের জন্য আবেদন করা যাবে।  এর আগে ট্রেক ইস্যুর আবেদনের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত  সময় নির্ধারণ করে দিয়েছিল সিএসই।

করোনা পরিস্থিতির ভয়াবহতার বিবেচনায় উদ্ভুত  পরিস্থিতিতে সরকারের নিষেধাজ্ঞা বিবেচনায় আগ্রহী আবেদনকারীরা বা প্রতিষ্ঠানে যথা সময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতি নিতে সমস্যা হওয়ায়় সময় বাড়ানো হয়েছে বলে জানায় সিএসই।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ঢাকা বা চট্টগ্রামের ঠিকানায় আবেদন করতে আহ্বান জানিয়েছে সিএসই।