অর্থনীতি

প্রথম প্রান্তিকে সিঙ্গারের আয় বেড়েছে ৫২ শতাংশ

শেয়ারবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির প্রথম ৩ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫২ শতাংশ বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রথম তিন মাসে ইপিএস হয়েছে ১.৮১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১.১৯ টাকা। এই হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ০.৬২ টাকা।

২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৮৪ টাকা।