অর্থনীতি

দরিদ্র্য ও অসহায় মানুষের পাশে প্রিমিয়ার ব্যাংক

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারমান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল এর উদ্যোগে অসহায় ও কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ কাজ শুরু হয়েছে।

উদ্যোগের বিষয়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারমান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জনগণ গৃহে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে যারা দিনমজুর, রিকশাচালক, কল কারখানার শ্রমিক তারা কাজের অভাবে দুঃখ-দুর্দশায় দিনযাপন করছে। গরিব ও দুস্থ জনগণের মৌলিক চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত সরকারি কার্যক্রমকে সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এসব ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত।’

প্রিমিয়ার ব্যাংকের ১২০ টি শাখার মাধ্যমে দেশব্যাপী এমন মানবিক প্রয়াস অব্যাহতভাবে চালু থাকবে বলেও জানান ডা. এইচ.বি.এম. ইকবাল।