অর্থনীতি

ক্ষতিগ্রস্ত কৃষকরা নগদ সহায়তা পাবেন রোববার

গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ কয়েক দিনের খরায় বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার (৯ মে) প্রধানমন্ত্রী এ সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রোববার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করবেন। এর পরেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কৃষকদের মোবাইল ফোন নাম্বারে সহায়তার অর্থ পাঠানো হবে।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কৃষি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের তালিকা  করার পর সেগুলো যাচাই-বাছাই করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ৯৭ হাজার ৫৯৫ জন কৃষকের প্রত‌্যেককে ২ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। এ কর্মসূচি উদ্বোধনের তিন দিনের মধ্যেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থ কৃষকদের কাছে টাকা পৌঁছে যাবে।

ওই কর্মকর্তা জানান, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এবং গাইবান্ধা—এ ছয় জেলার কৃষকরা এ টাকা পাবেন। এতে সরকারের মোট ২৫ কোটি টাকা ব্যয় হবে।

নগদ সহায়তার টাকা মোবাইল ব্যাংকিং চ্যানেল নগদের মাধ্যমে ৫০ শতাংশ, বিকাশে ৩০ শতাংশ এবং রকেটের মাধ্যমে ২০ শতাংশ বিতরণ করা হবে। এজন্য আর্থিক সেবাদানকারী এই তিন কোম্পানি প্রতি লেনদেনে ০.৬ শতাংশ কমিশন পাবে।

সূত্র জানায়, করোনাভাইরাস এবং প্রাকৃতিক দুর্যোগের দ্বিতীয় ঢেউয়ের পরিপ্রেক্ষিতে এসব জেলায় কৃষি খাতকে সক্রিয় রাখতে সরকার নগদ সহায়তা দিচ্ছে।

এর আগে গত ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২৮ লাখ স্বল্প আয়ের পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন। ইতোমধ্যে ওই অর্থ সুবিধাভোগীদের হাতে পৌঁছেছে।