অর্থনীতি

বন্ড ইস্যু করবে ব্যাংক এশিয়া

পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি ৫০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যু করার মাধ্যমে এডিশনাল টায়ার-১ মূলধন সহায়তায় ব্যাসেল-৩ এর শর্ত পরিপালন করবে।

বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করবে ব্যাংক এশিয়া।

ব্যাংক এশিয়া পুঁজিবাজারে ২০০৪ সালে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা।