অর্থনীতি

পুঁজিবাজারে লেনদেন ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

পুঁজিবাজারে সোমবার (১৭ মে) সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।  যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকা। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২৫ জানুয়ারি ডিএসইতে ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছিল। গতকাল রোববার  ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫  প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯২২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৪ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ৩০০ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ২৭ লাখ টাকা।