অর্থনীতি

চার মাসের মধ্যে আজ পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন  

পুঁজিবাজারে মঙ্গলবার (১৮ মে) সূচকের নিম্নমুখী ধারা থাকলেও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধের মধ্যে সীমিত সময়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। 

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৮২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকা। এর আগে গত ১৭ জানুয়ারি ডিএসইতে ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ  টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৩টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ১০ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৯টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ টাকা।