অর্থনীতি

৪ হাজার কোটি টাকার সুকুক বন্ড: নিলাম ৯ জুন

সুকুক বন্ডের মাধ্যমে ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যে ৯ জুন (বুধবার) নিলাম হবে। এ অর্থ দিয়ে ‘সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ইসলামিক সিকিউরিটিজ সেকশনের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সুকুক বন্ডের নিলাম ৯ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। নিলামে প্রস্তাব দাখিলে আগ্রহীরা ১০ হাজার টাকা ও এর গুণিতক যেকোনো অঙ্কের বন্ড কিনতে পারবেন। এ বন্ডে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা বার্ষিক ৪.৬৯ শতাংশ মুনাফা পাবেন।

নিলামের মাধ্যমে ৫ বছর মেয়াদি ৪ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের সুকুক বন্ড ইস্যু করা হবে। এর মেয়াদ হবে আগামী ২০২৫ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিলামে কৃতকার্য বিডারদের তাদের আবেদনের বিপরীতে বরাদ্দকৃত সুকুকের পরিমাণ একই দিনে ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে। নিলাম পরবর্তী কার্যদিবসে বৃহস্পতিবার (১০ জুন) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রক্ষিত আল-ওয়াদিয়াহ বা চলতি অ‌্যাকাউন্ট ডেবিট এবং সিকিউরিটিজ হিসাব ক্রেডিট করে এ লেনদেন সম্পন্ন করা হবে।

এর আগে প্রথম ধাপে এ প্রকল্পের জন্য ৪ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) ইজারা সুকুক ইস্যু করা হয়েছিল ২০২০ সালের ২৮ ডিসেম্বর।