অর্থনীতি

ভ‌্যাট ফাঁকিবাজদের শাস্তি কমানোর প্রস্তাব

মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকিবাজদের শাস্তি না বাড়িয়ে কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভ্যাট ফাঁকি দিলে শাস্তি হিসেবে জরিমানা বেশি হবে, এমনটাই প্রচলিত ধারণা। তবে, তাতে আস্থা রাখতে চাইছেন না অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, জরিমানা দ্বিগুণ নয়, সমপরিমাণ হবে। এতে করদাতারা কী প্রতিক্রিয়া দেখাবেন, সময়ই বলে দেবে।

বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২০২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘আইনে শাস্তি ও জরিমানার বিধান অতিরিক্ত কঠোর করা হলে অনেক ক্ষেত্রেই তা প্রায়োগিক জটিলতার সৃষ্টি করে। এতে স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। সে কারণে ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে জরিমানা ও সুদের হার কমানোর প্রস্তাব করছি।’