অর্থনীতি

আগামী অর্থবছরে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়াবে

২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ আশাবাদ ব‌্যক্ত করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, ২০২১-২০২২ অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াবে ৪৮ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের সংশোধিত হিসাব অনুযায়ী, বছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

এবার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেটের ঘাটতির পরিমাণ ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। এ ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা। বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা। অভ্যন্তরীণ খাতের মধ্যে ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। এছাড়া, সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ৫ হাজার ১ কোটি টাকা নেওয়া হবে।