অর্থনীতি

ওটিসি থেকে মূল মার্কেটে আসা ৩ কোম্পানির মুনাফা কমেছে

পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে দীর্ঘ এক যুগ পর মূলমার্কেটে পুনঃতালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলো চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ৩ কোম্পানি শেয়ারপ্রতি আয় বা মুনাফা কমেছে।

রোববার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মুনাফা কমে যাওয়া কোম্পানিগুলো হলো মুন্নু ফেব্রিকস, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং বাংলাদেশ মনোস্পুল পেপার লিমিটেড। এসব কোম্পানির মধ্যে বাংলাদেশ মনোস্পুল পেপারের মুনাফায় সবচেয়ে বেশি ধস নেমেছে।  

মুন্নু ফেব্রিকস: কোম্পানিটি চলতি হিসাব বছরের পুরো তিন প্রান্তিকে অর্থাৎ ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি আয় ০.০৪ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ০.০৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি আয় বা মুনাফা কমেছে ০.০২ বা ৩৩.৩৩ শতাংশ।

শুধু তৃতীয় প্রান্তিকে চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ০.০২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির আয় বা মুনাফা কমেছে ০.০১ টাকা বা ৫০ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৩৪ টাকা।

পেপার প্রসেসিং: কোম্পানিটি চলতি হিসাব বছরের পুরো তিন প্রান্তিকে অর্থাৎ ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি আয় ০.৪৪ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩.৫৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি আয় বা মুনাফা কমেছে ৩.০৯ বা ৮৭.৫৩ শতাংশ।

শুধু তৃতীয় প্রান্তিকে চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১.১৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির আয় বা মুনাফা কমেছে ০.৭৭ টাকা বা ৬৫.৮১ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৪৪ টাকা।

বাংলাদেশ মনোস্পুল পেপার: কোম্পানিটি চলতি হিসাব বছরের পুরো তিন প্রান্তিকে অর্থাৎ ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি আয় ০.২৮ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৫.০৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি আয় বা মুনাফা কমেছে ৪.৭৮ বা ৯৪.৪৬ শতাংশ।

শুধু তৃতীয় প্রান্তিকে চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১.৩৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির আয় বা মুনাফা কমেছে ১.২৭ টাকা বা ৯২.৭০ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.০৮ টাকা।