অর্থনীতি

তমিজউদ্দিন টেক্সটাইলের আয় বেড়েছে

পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার মার্কেট থেকে মূলমার্কেটে পুনতালিকাভুক্ত হওয়া তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে।

রোববার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানি চলতি হিসাব বছরের পুরো তিন প্রান্তিকে অর্থাৎ ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৯৮ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ০.৮১ টাকা।  আলোচ্য সময়ে কোম্পানির আয় বেড়েছে ০.১৭ টাকা বা ২১ শতাংশ।

শুধু তৃতীয় প্রান্তিকে চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা।  আগের বছর একই সময়ে আয় হয়েছিল ০.১১ টাকা।  আলোচ্য সময়ে কোম্পানির আয় বেড়েছে ০.১৯ টাকা বা ১৭২.৭২ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮১.৫১ টাকা।