অর্থনীতি

বিনিয়োগকারীদের ২ কোম্পানির লভ্যাংশ প্রেরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানি তাদের ঘোষণা করা লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।

কোম্পানি ২টি হলো— আইএফআইসি ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্স।

রোববার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আইএফআইসি ব্যাংক ৩১, ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে রোববার বিও হিসাবে পাঠিয়েছে। আলোচ্য বছরে আইএফআইসি ব্যাংক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

এদিকে, ইউনাইটেড ফাইন্যান্স ৩১, ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ রোববার ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আলোচ্য বছরে ইউনাইটেড ফাইন্যান্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।