অর্থনীতি

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রূপালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ জুন বেলা ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ওই দিন কোম্পানির পর্ষদ সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রকাশ করবে। একই সঙ্গে কোম্পানির সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 

রূপালী ব্যাংক পুঁজিবাজারে ১৯৮৬ সালে তালিকাভুক্ত হয়েছে।